× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিক্ষা অফিসের কর্মচারীর বাসায় কয়েকশ’ নাম ছাড়া পিএসসির সনদ

কক্সবাজার প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০০ এএম

প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) সনদে সাধারণত কৃতকার্য পরীক্ষার্থীর নাম হাতে লিখে পরীক্ষার্থীকে হস্তান্তর করা হয়। সনদ হস্তান্তর করার আগে পরীক্ষার্থীর নামের অংশটুকু ছাড়া অন্য সব তথ্য সনদে উল্লেখ থাকে। নাম ছাড়া সেই পিএসসির কয়েকশ’ সনদ কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত মাষ্টার রোলের কর্মচারী মঈন উদ্দিনের (২৮) বাসার আলমিরা থেকে জব্দ করা হয়েছে। 

গতকাল রোববার তাঁর বাসায় অভিযান চালিয়ে ওই সনদগুলো জব্দ করা হয় বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। সেসময় আরো অনেক সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্রও উদ্ধার করা হয়। 

মঈনের বাড়ি পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের গোঁয়াখালী উত্তর পাড়া গ্রামে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাড়িতে ওই অভিযান চালানো হয়। 

সূত্র জানায়, বিগত ১০ থেকে ১২ বছর ধরে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মাষ্টার রোলে অফিস সহায়ক হিসেবে কর্মরত মঈন।

উপডজেলা শিক্ষা ভিভাগের মাষ্টার হানিফ চৌধুরী জানান, সরকারি অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র কর্মচারী নিজ হেফাজতে বাসায় রাখলে তা গুরু অপরাধ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক শিক্ষা অফিসে প্রতিবেদন দাখিল করা হবে।  

পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ খাঁন জানান বলেন, মঈনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.