× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবিতে আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

জাবি প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৩, ১৮:০৪ পিএম

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি (জাবি) ল’ সোসাইটি মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাব (JULSMDC) আয়োজন করতে যাচ্ছে ২য় আন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা। 

আগামীকাল বৃহস্পতিবার  (২৩ অক্টোবর) আইন ও বিচার বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনটি পর্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব হবে আগামী ২ ডিসেম্বর। 

বুধবার (২২ অক্টোবর) ইতিহাস প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন আইন ও বিচার বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ল সোসাইটি মুটিং অ্যান্ড ডিবেটিং ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস। প্রতিযোগিতার মোট তিনটি পর্বের মধ্যে বাছাই পর্ব ও সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। 

উদীয়মান আইনজীবীদের অ্যাডভোকেসি দক্ষতা প্রদর্শন এবং আইনের গতিশীল বিশ্বে নিজেদের নিমজ্জিত করার জন্য এ প্রতিযোগিতায় প্রাথমিক পর্বের জন্য মোট ১০টি দল অংশগ্রহণ করবেন। তার মধ্যে সেরা চার দল লড়বেন সেমিফাইনালে। সেমিফাইনালের সেরা দুই দল ফাইনালে অংশগ্রহণ করবেন। 

আইন ও বিচার বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস বলেন, ‘আইন শিক্ষায় শিক্ষার্থীদের ব্যাবহারিক জ্ঞান বাড়াতেই আমাদের এ আয়োজন। এজন্যই একাডেমিক বিষয়ে ক্লিনিক্যাল ল একটি কোর্স রাখা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা আইন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করতে পারেন। আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা তাদের এ জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি।’

প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘যারা নিরলস পরিশ্রম করে এ আয়োজন করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’ একইসাথে প্রতিযোগিতায় আগত বিচারকগণকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি। 

উল্লেখ্য, প্রতিযোগিতায় বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছে ৫০০০ টাকা, রানার আপ ৪০০০ টাকা। এছাড়াও থাকছে সেরা মুটার ও শ্রেষ্ঠ গবেষক পুরস্কার। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.