× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডুমুরিয়ায় কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষা

ডুমুরিয়া প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৩, ১৭:০০ পিএম

ডুমুরিয়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। 

শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। পরীক্ষায় ৪৪৮ জনের মধ্যে ৪৪৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। দুজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ডুমুরিয়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষা-২০২৩ পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন দৈনিক সংবাদ সারাবেলাকে বলেন, কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সংস্থার বৃত্তি পরিক্ষা চুকনগর ডিগ্রি কলেজ ও জনতা প্রিক্যাডেট স্কুল থুকড়া কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে বাংলা ও ইংরেজি বিষয়ের পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। 

চুকনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ জন ও জনতা প্রিক্যাডেট স্কুল থুকড়া কেন্দ্রে ১ জন মোট ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। 

এবছর কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সংস্থার বৃত্তি পরীক্ষায় ১ম শ্রেণির ১৪০জন,২য় শ্রেণি র ৯৪ জন,৩য় শ্রেণির ৬২ জন, ৪র্থ শ্রেণির ৮২ জন ও ৫ম শ্রেণির ৬৮ জনসহ মোট ৪৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। 

চুকনগর ডিগ্রি কলেজ কেন্দ্রে কেন্দ্র সুপারের দায়িত্বে রযেছেন সালমা আক্তার ও কেন্দ্র ইনচার্জ হিসাবে দায়িত্বে রয়েছেন পাপড়ি সুলতানা এবং জনতা প্রিক্যাডেট স্কুল থুকড়া কেন্দ্রে কেন্দ্র সুপারের দায়িত্বে রয়েছেন মো. গিয়াস উদ্দিন ও কেন্দ্র ইনচার্জ হিসাবে দায়িত্বে রয়েছেন ফিরোজ আহম্মেদ। 

উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ ঘটে ২০১৬ সালে এবং ২০১৭ সাল থেকে প্রতিবছর কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সংস্থার বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.