× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতকালীন ছুটি কমাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২১ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৫ পিএম

অতিমারি করোনাভাইরাসের প্রকোপে দেশজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বেড়েছে সেশনজট। একই সাথে প্রায় এক বছরের সেশনজটের কবলে পড়েছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেশনজট কমাতে তাই শীতকালীন ছুটি কমিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। 

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত শীতকালীন ছুটি থাকার কথা থাকলেও সে ছুটি কমিয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে প্রায় এক সপ্তাহ অতিরিক্ত শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে গতকাল ২০ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. মোহাম্মদ তানভীর আহমেদের সভাপতিত্বে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় সেশনজট কমাতে এই আহবান জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। 

তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে এবার শীতকালীন ছুটি চারদিন কমানো হচ্ছে। এসময় তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, পররাষ্ট্র, ও আর্থ-সামাজিক ক্ষেত্রে এবং অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী অবদান রাখেন। এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ যেন নির্বাচনে তাঁদের  দায়িত্ব পালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার জন্য অবদান রাখতে সক্ষম হন, এ বিষয়েও আলোকপাত করেন প্রফেসর শাহ্ আজম। 

প্রফেসর শাহ্ আজম আরোও বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পুনরায় নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভুমিকা রাখতে সক্ষম হয়, সে বিষয়ে অবদান রাখার দায়িত্ব আমাদের সকলের। বিশেষত জাতির পিতার স্বপ্ন ছিল বাংলাদেশে বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।  সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন তারই সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। 

প্রসঙ্গত, করোনায় শিক্ষার্থীদের সেশনজট কমাতে এর আগেও শীতকালীন ছুটি বাতিল করে শ্রেণী কার্যক্রম চালু রেখেছিল বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও সেশনজট কমাতে অন্যান্য উদ্যোগের ফলে প্রায় সব বিভাগে সেশনজট ক্রমান্বয়ে কমছে। তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ের ৫ টি বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে সঙ্গীত বিভাগ। বিগত আগস্টেই ২০২২ সালে অনুষ্ঠিতব্য বেশিরভাগ পরীক্ষা সম্পন্ন করেছিল বিভাগটি 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.