অর্থ মন্ত্রণালয়ের সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনে সায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারীরা।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের যৌথ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে সার্বজনীন পেনশন স্কিমকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এটি বাতিলের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম বকসী বলেন, 'সার্বজনীন পেনশন স্কিমে সরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করা না হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সকল সায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের বৈষম্যমূলক সিদ্ধান্ত আমরা মানবো না। অনতিবিলম্বে অর্থ মন্ত্রণালয় থেকে পেনশন সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি।'
কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, 'সরকারের কাছে সবার জন্য পেনশন যেমন ছিলো তেমনই বহাল রাখার দাবি জানাই। আগামী ২৪ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের সরকারের গৃহীত সার্বজনীন পেনশনে আওতাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের নাগরিক হিসেবে আমরা সরকারের কাছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক নিয়ম অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে পেনশনের প্রক্রিয়া বহাল রাখার দাবি জানাচ্ছি।'
প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, ‘সকল স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন ১ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল।’