দেশের ১৫৭ টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের দিন হওয়ায় আগামী ২১ মে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষা কার্যক্রম। এসময় বিভিন্ন জরুরী সেবা সমূহ চালু থাকবে।
রবিবার (১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আদিষ্ট হয়ে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন ২১ মে, মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণায়ের সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় উক্ত নির্বাচনী এলাকার অন্তর্ভূক্ত হওয়ায় ২১ মে, ২০২৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে বিভিন্ন জরুরী সেবা সমূহ ( চিকিৎসা, পানি,বিদ্যুৎ, নিরাপত্তা সেল, আইসিটি সেল ও এস্টেট) চালু থাকবে।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়েছে ছুটির জন্য, সেখানে আমাদের কিছু করার নেই। ক্লাস পরীক্ষা সব ব্লন্ধ থাকবে। তবে পূর্ব নির্ধারিত পরীক্ষার ব্যপারে বিভাগ কি করবে না করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা সরকারি প্রজ্ঞাপনের আলোকে প্রজ্ঞাপন দিয়েছি।