× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবিতে ফিলিস্তিনের পক্ষে ছাত্র সমাবেশ ও র‍্যালি

জাবি প্রতিনিধি

২১ মে ২০২৪, ১৮:১৯ পিএম

ফিলিস্তিনে অবিলম্বে গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়াসহ চার দফা দাবি জানিয়ে ছাত্র সমাবেশ ও র‍্যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ মে) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংলগ্ন মহুয়া মঞ্চে এই সমাবেশ করেন এবং সমাবেশ শেষে পুরো শহীদ মিনার সংলগ্ন রাস্তার চারদিকে প্রদক্ষিণ করে র‍্যালি করেন তারা।

চার দফা দাবি হলো, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের হারানো ভূখন্ড ফিরিয়ে দেয়া, গণহত্যার দায়ে জড়িত থাকার অপরাধে জায়নবাদী ইসরাইলের বিচার ও শাস্তি এবং নিরাপত্তা পরিষদে কার্যকর ব্যবস্থা নেওয়ার পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরি করা। From the river to the sea, Palestinian will be free, জায়ান্টবাদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, গাজায় নারী হত্যা বন্ধ করে,নেতানিয়াহুর কালো হাত ভেঙে দাও, বাইডেনের কালো হাত ভেঙে দাও। এসব স্লোগান দিতে দেখা যায়।

অধ্যাপক মো.জামাল উদ্দীন বলেন, প্রতিবাদের আতুর ঘর হিসেবে পরিচিত আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আজকের এটি প্রতিবাদী সমাবেশ। আজ থেকে৭৭ বছর আগে ফিলিস্তিনিদের উপর এ হত্যাকান্ডের গোড়াপত্তন হয়েছিল। বাংলাদেশের শান্তিকামী মানুষ  স্বাধীনতার পর  থেকেই ফিলিস্তিনিদের পাশে অবস্থান নিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে ফিলিস্তিনিদের গনহত্যার প্রতিবাদে যেরকম আন্দোলনে  হওয়ার কথা সেরকম প্রতিবাদ হয়নি বাংলাদেশে।

ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ফিলিস্তিনের প্রতিটি শিশুর মৃত্যু দেখে মনে হয় আমারই সন্তান। আজ ফিলিস্তিনে যে হত্যা চলছে, তার উদ্দেশ্য হলো ফিলিস্তিনের সম্পূর্ণ ভুমি দখল করা। সম্প্রতি জাতিসংঘে যুদ্ধ বিরতির জন্য নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র দুই বার ভেটো দিয়েছে। এটা থেকেই প্রমানিত হয় যুক্তরাষ্ট্রই বর্তমানে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও তারা ভেটো দিয়েছিল পাকিস্তানের পক্ষে। তাই বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে আছে এবং তাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করছে।

দর্শন বিভাগের অধ্যাপক ড. কামরুল আহসান এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমার পূর্ববর্তি বক্তারা কিছু তথ্য দিয়েছেন। ফিলিস্তিনের ভূখন্ড থেকে লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। তারা আজ নির্যাতিত। ইসরাইলি সেনারা লাগাতার আক্রমণ করে যাচ্ছে নিরীহ নারী ও শিশুদের প্রতি। সারাবিশ্বে ছাত্রদের যে আন্দোলন গড়ে উঠছে, তারই প্রতিফলন আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের এ সমাবেশ। তাই ভবিষ্যতে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের সাথে আমি একাগ্রতা পোষণ করে যাবো। 

সমাবেশে প্রায় চার শতাধিক শিক্ষার্থীরা যোগদান করেন। এসময় ফিলিস্তিনের গণহত্যা বন্ধ কর, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা একাগ্রতা পোষণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.