× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেট বোর্ডে ১৯৯ শিক্ষার্থীর এসএসসির ফল পরিবর্তন

সিলেট ব্যুরো

১২ জুন ২০২৪, ১৫:০২ পিএম

চলতি বছর সিলেট বোর্ডে এসএসসির ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণে ১৯৯ জনের ফল পরিবর্তন হয়েছে, যার মধ্যে নতুন করে পাস করেছে আরও ৩৫ শিক্ষার্থী।

বুধবার সকালে সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছর এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে মোট ১৮ হাজার ৯৪৪ শিক্ষার্থী ৩৫ হাজার ১৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ২৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২২ জন। নতুন করে পাস করেছেন আরো ৩৫ জন। সার্বিক ফল পরিবর্তন হয়েছেন ১৯৯ জনের।

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. রমা বিজয় সরকার বলেন, পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনলাইনে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয় ১৩ থেকে ১৯ মে পর্যন্ত।

উল্লেখ্য, এ বছর সিলেট বোর্ডে ১ লাখ ৯হাজার ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮০ হাজার ৬জন শিক্ষার্থী পাস করে। পাসের হার ৭৩ দশমিক ৩৫।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । সম্পাদক: 01703-137775 । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.