অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার সংকট দূর করা হবে। তিনি জানান, শিক্ষার্থীদের জন্য কোয়ালিটি এডুকেশন সিস্টেম গড়ে তুলতে চান। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার কথাও বলেন।
তিনি আরও বলেন, পার্বত্যবাসীর আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। খাগড়াছড়িতে আমরা ইংলিশ কারিকুলাম স্কুল গড়ে তুলব।
আজ (১৬ আগস্ট) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন অডিটোরিয়ামে তিন পার্বত্য জেলা ও রাজধানীতে বসবাসরত পার্বত্য আদিবাসী সরকারি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত পার্বত্য অঞ্চলের ছাত্র-শিক্ষক প্রতিনিধি, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের প্রতিনিধিরা এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশাজীবীর মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে এলে সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
সরকারের এই উপদেষ্টা বলেন, আমাদের পাহাড়ি ছেলে-মেয়েরা আর্মিদের স্কুলে পড়ে। আর্মিদের স্কুলে পড়াশোনার মান অত্যন্ত ভালো। ভালো শিক্ষা গ্রহণ করতে পাহাড়ি ছেলে-মেয়েদের ওইসব স্কুলে পড়াশুনা করতে হবে।