জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (২১ আগষ্ট) বেলা ১১ টায় ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে তিলকপুর স্টেশনে গিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম সুইট বিদ্যালয়ে নিয়োগ ব্যানিজ্য, অনিয়ম দূর্নীতি করেছেন। নিয়োগ এবং বিভিন্ন কাজের প্রায় ৪০ লাখ টাকা পকেটে ভড়িয়েছেন, বিদ্যালয়ের উন্নয়নে কোন কাজ করেননি। এ অবস্থায় শিক্ষার্থীরা বছরের পর বছর সুশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিলেন,যার কারনে বিদ্যালয়টির সুনাম নষ্ট হচ্ছে বলে তাঁদের অভিযোগ।
এ দিকে শিক্ষার্থীরা আরো অভিযোগ করে বলে, স্কুলে তারা প্রধান শিক্ষকের দূনীর্তি নিয়ে আন্দোলন করতে গেলে, সেই স্কুলের সহকারি শিক্ষক নাজমুন নাহার মলি অভিযুক্ত প্রধান শিক্ষককের কথা মত কিছু শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আন্দোলনরত সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মারধর করিয়েছে বলে অভিযোগ করে।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মোহনা আক্তার বলেন, প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সমস্যারা বিদ্যালয়টিকে একটি দূর্নীতির আখড়া বানিয়েছে। তাঁরা নিয়োগ ব্যনিজ্য থেকে শুরু করে বিদ্যালয় উন্নয়ন কাজের টাকা লুটপাট করেছে। আমাদের স্কুলের অব্যবস্থাপনা চলছে আমরা এর সংষ্কার চাই।
স্কুলে সাবেক শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বলেন, আমরা সাবেক শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করে সকল শিক্ষার্থীদের নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিতেই, সহকারি শিক্ষক নাজমুন নাহার মলি তাদের পক্ষের কিছু শিক্ষার্থীদের দিয়ে আমাদের মারধর ও হেনস্তার করায়। আমরা এই দূর্নীতিবাজ প্রধান শিক্ষকও সহকারি শিক্ষকের অপসারণ চাই।
শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম সুইট বলেন, শিক্ষার্থীদের কোন পক্ষ ভুল বুঝিয়ে এসব করে নিচ্ছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে শুনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।