দেশের বন্যাকবলিত মানুষের সহায়তায় এবার এগিয়ে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীরা। সে লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে তা বন্যার্তদের সাহায্যে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে উৎসব উপলক্ষে কোনো শোভাযাত্রারও আয়োজন করবেন না তারা।
শনিবার (২৪ আগস্ট) পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ পরিষদের সদস্যরা ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি তাদের অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্তসহ তিনটি সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায় সেখানে।
তাদের অন্য সিদ্ধান্তগুলো হলো- যতটা সম্ভব কৃচ্ছ্রসাধন করে জন্মাষ্টমী উদযাপন করা এবং সেখান থেকে একটা অংশ বন্যার্তদের সাহায্যের ফান্ডে দেয়া হবে। পূজার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হবে। পূজা মণ্ডপের সামনেও বক্স থাকবে, কেউ চাইলে পূজার দিন অর্থ সহায়তা দিতে পারবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস বলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ইশ্বর। আমরা আমাদের জায়গা থেকে বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছি। এখানে বিষয়টি হলো আমরা অর্থ দান করছি না। আমরা আমাদের ভাই বোনদের জন্য সমব্যথী। ওখানে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।