ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তার দাবিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দ। জেলা প্রশাসকের কাছে ইউএনও'র মাধ্যমে এস্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে ইউএনওর কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওপাড়া ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একেএম গোলাম মোস্তফা, পুর্ব বিন্নাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আসাদুজ্জামান, বৈদারাপুর মাদ্রসার সুপার মাওলানা শামসুল হক মোল্লা, ছত্রকান্দা মাদ্রাসার সুপার মাওলানা একেএম আব্দুল্লাহ, বেরপাশা মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম, ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ, আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন, সাচিলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম আলী সিকদার, চারুখান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম, মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর সিকদারসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষকবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক-কর্মচারীদের হেনস্তা, জোরপুর্বক পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ ৭ দফা দাবি পেশ করা হয়। এব্যাপারে ইউএনও অনুজা মন্ডল জানান, জোরকরে পদত্যাগ করালে সেটা কার্যকরী হবে না। কোন শিক্ষককে অন্যায়ভাবে হয়রাণি করলে তার কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে উস্কানী দিয়ে শিক্ষার্থীদের ব্যবহার করে অপ্রীতিকর পরিস্থিতি তৈরী করায় ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি।