× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবির ছাত্রী হলে ছাত্রলীগ কর্মীদের অবাঞ্চিত ঘোষণা

জাহিদ হাসান, জবি প্রতিনিধি।

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৫ পিএম

ছবিঃ জাহিদ হাসান

জুলাই বিপ্লবের বিপক্ষে থাকা ও গণহত্যার সমর্থনকারী ৯ জন ছাত্রলীগ কর্মীকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) হলের সামনে "গণহত্যার সমর্থনকারীকে অবাঞ্চিত ঘোষণা" শিরোনামে একটি ব্যানার ঝুলিয়ে দেয় হলের শিক্ষার্থীরা।

যারা অবাঞ্ছিত হয়ছে তারা হলেন, ইভা রহমান (রাষ্ট্রবিজ্ঞান), স্বর্ণা পাটোয়ারী (প্রাণীবিজ্ঞান), মৈত্রী বাড়ৈ (ফিল্ম এন্ড টেলিভিশন), আফিয়া আঞ্জুম সুপ্তি (বাংলা বিভাগ), নিপুণ ইসলাম (গণিত বিভাগ), মুনিয়া আক্তার যুথি (ইসলামিক স্টাডিজ), রিসাত আরা (দর্শন বিভাগ), সৃজা (রাষ্ট্রবিজ্ঞান), ফারজানা ঐশি (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)।

হলের এক শিক্ষার্থী বলেন,"তারা আন্দোলন চলাকালীন সময়ে আমাদের নানাভাবে হেনস্থা করেছে। এমনকি ভয় ভীতি দেখিয়ে হল থেকে বের করে দিয়েছে অনেকজনকে এবং তারা ফেইসবুকে বিভিন্ন ধরণের আন্দোলনের বিপক্ষে অনেক পোস্টও করেছে। এইজন্য আমরা হলের সকল সাধারণ শিক্ষার্থীরা বয়কট করলাম"।

এরআগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানী শিকার করিয়েছে এমনকি তারা ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মারধরও অভিযোগ রয়েছে। ৫ আগষ্টের স্বৈরাচারের পতনের পর তারা সবাই মানুষের অগচরে চলে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.