× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাবির আইন বিভাগে নতুন সভাপতি নিয়োগ

রবিউল ইসলাম, জাবি প্রতিনিধি।

১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছে অধ্যাপক রবিউল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশের সূত্রে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক জনাব শায়লা আলম আশা ব্যক্তিগত কারণে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারা অনুযায়ী বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলামকে যোগদানের তারিখ হতে ৩৬(ছত্রিশ) মাসের জন্য আইন ও বিচার বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

আইন বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক মো.রবিউল ইসলাম বলেন, জাবির আইন অনুষদ অনেক ছোট একটা বিভাগ, দীর্ঘদিন থেকেই বিভিন্ন ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমাদের পর্যাপ্ত পরিমান শ্রেণিকক্ষ নেই, নেই পর্যাপ্ত শিক্ষক। বর্তমানে আমরা মাত্র তিনজন শিক্ষক রয়েছি,  তারমধ্যে একজন লেকচারার। তবে আমি চেষ্টা করব আইন অনুষদকে নতুন ভাবে গড়ে তোলার, এজন্য সকলের সহোযোগিতা প্রয়োজন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.