পাহাড়ে সহিংসতা বন্ধ, হত্যা-হামলার বিচার এবং সকল জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার নিশ্চিতের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফোরামের উদ্যোগে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। আজ ২২ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
এই সময় বেশ কিছু আদিবাসী শিক্ষার্থী "এক দেশে দুই নীতি চলবে না", বাঙালিদের সেনাবাহিনী নয় বাংলাদেশের সেনাবাহিনী চাই", "বহুজাতির বাংলাদেশ নিপীড়নের সময় শেষ" ইত্যাদি লিখা প্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন চাকমা বলেন, "আদিবাসীদের সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব বাঙালিদের নিতে হবে। আদিবাসী টার্মটি যদি বাদও দেই তাহলেও মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, আমরা নতুন দেশ চাই না। আমরা কোথাও যাবো না, এই দেশেতেই রবো। "
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফোরামের ইভান তাহসীভ বলেন, "আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়েছি, সাথে জবির পাহাড়ি শিক্ষার্থীরাও আছেন, পাহাড়ের সহিংসতার বিচারের দাবিতে। পাহাড়ে যে সহিংসতা চলছে এবং হত্যা-হামলা হচ্ছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি এবং অবিলম্বে এই সংকট নিরসন করা হোক।"