× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই গনহত্যার বিচার দাবি; ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

রবিউল ইসলাম, জাবি প্রতিনিধি।

২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৭ পিএম । আপডেটঃ ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯ পিএম

ছবিঃ রবিউল ইসলাম

জুলাই গণহত্যার সাথে জড়িত খুনি ও দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। সোমবার ( ২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় বিক্ষোভ করে এবং মিছিল নিয়ে  ডেইরী গেটে গিয়ে ২০ মিনিটের জন্য ঢাকা-আরিচা আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে  হামলাকারী খুনী-দোসরদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া বাস্তবায়নের দাবিতে ৩ দফা দাবি উল্লেখ করেন শিক্ষার্থীরা, অবিলম্বে খুনী-দোসরদের চিহ্নিত করে গঠনমূলক সরকারি মামলা নিশ্চিত করা, ৭ দিনের মধ্যে সারাদেশের খুনী-দোসরদের গ্রেফতার নিশ্চিত করা, ৩ মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।

মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন ধিরনের স্লোগান দিতে দেখা যায়, আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে, জাস্টিস জস্টিস উই ওয়ান্ট জাস্টিস,  আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, খুনি হাসিনার কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, আওয়ামীলীগের দালালেরা হুশিয়ার সাবধান, জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে।

ইমরান শাহরিয়ার বলে, আপনারা দেখেছেন সাভার আশুলিয়ায় যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের বিচার এখনো হয়নি, ক্যাম্পাসে ১৫ জুলাই যারা ছাত্রদের উপর হামলা চালিয়েছিল তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাতদিনের মধ্যে সারাদেশে সকল খুনিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।  আওয়ামীলীগের দোসররা যদি মনে করেন আমরা ঘরে ঢুকে গেছি তাহলে আপনারা ভুল করবেন।আমাদের গন অভ্যুত্থান এখনো শেষ হয়নি। ।

৪৮ তম আবর্তনের শিক্ষার্থী শোয়েব ইসলাম বলেন, জুলাই হত্যার খুনিরা বিভিন্নভাবে ক্যাম্পাসে অনুপ্রবেশের চেষ্টা করতেছে এবং অনেকে ক্যাম্পাসে  ঘোরাফেরা করতেছে । তাদেরকে দেখে সাধারন শিক্ষার্থীদের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। তাদের নিরাপত্তার ও মানবাধিকারের কথা চিন্তা করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।  ১৫ জুলাই যারা বহিরাহত নিয়ে এসে ক্যাম্পাসে হামলা চালাল তাদের এক জন ও এখনো গ্রেফতার হয়নি, জুলাই গণহত্যার হত্যাকারীরা বিভিন্ন মাধ্যমে ক্যাম্পাসে অনুপ্রবেশ ঘটাচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের গ্রেফতারে আওতায় আনতে হবে। এছাড়াও শামীম মোল্লাহ তার জবানবন্দিতে ১৫ জুলাই হামলার ঘটনায় জড়িত একজন শিক্ষকের নাম বলে গেছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যাবস্থা নেয়া হয়নি। দ্রুত সেই শিক্ষককে আইনের আওতায় আনতে হবে।

জুবায়ের শাবাব বলেন, সরকার গঠনের প্রায় দেড়মাস হয়েছে।  আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি প্রশাসন এখন ও অনেক জায়গায় সচল হতে পারেনি। আমরা আপনাদের কাছে আহবান জানাচ্ছি আপনারা প্রশাসনকে আর ও শক্তিশালী করুন এবং যত দ্রুত সম্ভব জুলাই হত্যার খুনিদের গ্রেফতারের আওতায় নিয়ে এসে তাদের বিচারের ব্যবস্থা করুন।

শহীদ আলিফের পিতা জানান, পিতার ঘাড়ে সন্তানের লাশ, এর থেকে কষ্টের আর কিছুই হতে পারে না। এক হাজারের ও বেশি মানুষ শহিদ হয়েছে কিন্তু  এক মাস পেরিয়ে গেলেও তাদেরকে এখনো বিচারের আওতায় আনা হয়নি। সাভারেও অনেকে শহিদ হয়েছে কিন্তু একজন আসামীকেও এখনো ধরা হয় নাই। এছাড়াও জুলাই হত্যার খুনিরা সাধারন ছাত্রদের কে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।ক্যাম্পাসে ছাত্রলীগ যুবলীগ বুক ফুলিয়ে হাটছে। আমার ছেলে শহিদ হয়েছেন আমি তার সহযোদ্ধা ছিলাম এখন আমার ছেলে আন্দোলনে যোগ দিতে পারবে না কিন্তু আমি আন্দোলনে যোগ দেব। প্রয়োজনে দেশের জন্য আবার ও নিজের বুক পেতে দেব।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.