× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুলে ভর্তি লটারিতে নাকি পরীক্ষায়, সিদ্ধান্ত আজ

ডেস্ক রিপোর্ট

২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয় আজ (২৬ সেপ্টেম্বর) দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা সংশোধনে সভা ডেকেছে। সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ও রাজধানীর বিশিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ ১৫ জন অংশ নেবেন।

গতকাল (২৫ সেপ্টম্বর) মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ জেড মোরশেদ আলীর সই করা নোটিশ থেকে তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশীদ।

দেশের সরকারি-বেসরকারি স্কুলে গত কয়েকবছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার তাতে পরিবর্তন আনা হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া প্রতিবছর শিক্ষার্থীর বয়স নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এসব বিষয় সামনে রেখে সভাটি ডাকা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা সংশোধনের লক্ষ্যে আজ (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে সভা হবে। এতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

মাউশির কর্মকর্তারা ছাড়াও সভায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, মনিপুর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ এবং সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের উপস্থিত থাকবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.