× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইবি

পরীক্ষা দিতে এসে তোপের মুখে দুই ছাত্রলীগ নেতা অতঃপর থানায় সোপর্দ 

নূর ই আলম, ইবি প্রতিনিধি।

০২ অক্টোবর ২০২৪, ১৬:০৯ পিএম

ছবিঃ সংগৃহীত

পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। শিক্ষা-কার্যক্রম শুরুর পর সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে তাতে অংশ নিতে এসে দুই নেতা আটক হন৷ তারা হচ্ছেন শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহিন পাশা ও নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন সুইট।

বুধবার (২ অক্টোবর) সকালে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরীক্ষায় অংশ নিতে এলে এই ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা, পরিবহন প্রশাসক, বিভাগের শিক্ষকরা তাদের ইবি থানায় সোপর্দ করে। 

শিক্ষার্থীরা জানান, ছাত্র আন্দোলনে তারা সরাসরি বিরোধিতা করেছেন। এরকম কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবহার গ্রহণ করার জন্য প্রক্টর স্যারকে আহ্বান করছি। ভবিষ্যতে কোনো ছাত্রলীগের পোস্টেড নেতা যেনো ক্যাম্পাসে না আসে।

ইবি থানায় দায়িত্বরত ওসি বলেন, দুইজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা আটক করে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদেরকে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা গ্রহণ করেছি। আমাদের ডেটাবেইসে যদি তাদের নামে কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.