× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাকৃবিতে পূজার ছুটি ৫দিন

সিদ্ধার্থ চক্রবর্তী , বাকৃবি প্রতিনিধি। 

০২ অক্টোবর ২০২৪, ১৯:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনের ছুটির ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে দুর্গাপূজা উপলক্ষে ছুটির বিষয়ে জানানো হয়। বুধবার (২ অক্টোবর) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর)  হতে  সোমবার  (১৪ অক্টোবর) পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা, ডেয়রি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, স্থল পরিকল্পনা শাখা, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্কশপ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, যন্ত সংরক্ষন শশাখ, হেলথ কেয়ার সেন্টার, স্বাস্থ্য প্রতিষেধক শাখা এবং আইসিটি সেলের কাজ নূন্যতম সংখ্যাক কর্মচারীর সাহায্যে চালু থাকবে। এছাড়াও নিরাপত্তা শাখার কাজ যথারীতি চালু থাকবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.