× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্র রাজনীতির বিপক্ষে আমি নই; ছাত্র রাজনীতির সংস্কৃতি পরিবর্তনের পক্ষেঃ জবি উপাচার্য

জাহিদ হাসান, জবি প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৪, ১৩:২০ পিএম । আপডেটঃ ০৬ অক্টোবর ২০২৪, ১৪:৪৩ পিএম

ছবিঃ জাহিদ হাসান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংস্কারে ভাবনা নামক এক সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন ছাত্র রাজনীতির বিপক্ষে আমি নয় তবে ছাত্র রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আজ রবিবার (৬ অক্টোবর) বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংস্কার ভাবনা" নামক শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ২৮ টি দাবী উত্থাপন করা হয়। আটাশটি দাবীর ভিতরে ছাত্ররাজনীতি কথা বলা হয়েছে। বিভিন্ন দাবী মধ্যে উল্লেখযোগ্য হলো, অতিদ্রুত সময়ে দ্বিতীয় ক্যাম্পাস তৈরী, অবন্তিকা হত্যাকান্ডের বিচার, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ। 

ছাত্র রাজনীতি বিষয়ে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি না থাকলে শিক্ষার্থীরা কীভাবে গণতন্ত্রের চর্চা করবে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পক্ষে আমি কিন্তু রাজনীতির যে কাঠামো সেখানে পরিবর্তন দরকার। "

দ্বিতীয় ক্যাম্পাস সম্পর্কে তিনি আরও বলেন, 'দ্বিতীয় ক্যাম্পাসের সময়সীমা একনেকে বর্ধীত করা হয়েছে। আমরা খুবই গুরুত্বের সহকারে দেখছি বিষয়টা। সেখানে মাটি ফালানো পর প্রাথমিক পর্যায়ে আমরা অস্থায়ীভাবে বিন্ডিং তৈরী করে থাকার ব্যবস্থা করার পরিকল্পনা আছে আমাদের'

তিনি আরও বলেন, 'যেগুলো তৎক্ষনাৎ সমাধান করা যায় সেগুলো বিষয়ে তৎক্ষনাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফাইরুজ অবন্তিকা হত্যাকন্ডে আমাদের আইনানুকভাবে যেতে হবে '

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্র উপদেষ্টা এ.কে.এম রিফাত হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.