× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এইচএসসিতে অসাধারণ রেকর্ড করলো হামদর্দ পাবলিক কলেজ

১৫ অক্টোবর ২০২৪, ১৯:১৭ পিএম

ঢাকার শ্রেষ্ঠতম কলেজগুলোর মধ্যে ইতিহাস সৃষ্টি করলো ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কর্তৃক প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজ। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল-২০২৪ এ হামদর্দ পাবলিক কলেজের মোট ৪০২ জন শিক্ষার্থীর (বিজ্ঞান: ৩৭৮ জন, ব্যবসায় শিক্ষা: ২৪ জন) মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তির হার শতকরা ৫২.৪৮%। পাশের হার: ৯৯.৭৫%, অকৃতকার্য ১ জন।

ফলাফল ঘোষণার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামসহ শিক্ষকরা ছুটে আসেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র কাছে। এ সময় প্রতিষ্ঠাতা ও শিক্ষক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তৈরি হয় এক অন্যরকম আনন্দঘন পরিবেশের।

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, শিক্ষকদের নিরলস পরিশ্রম-নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের নিরন্তর প্রচেষ্টায় আজ হামদর্দ পাবলিক কলেজ সমগ্র বাংলাদেশে অসাধারণ চমক দেখিয়েছে। ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত রেখে সৎ ও যোগ্য মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোমালিয়া’র দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আসিফ এস মিজান, হামদর্দের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.