জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চাকরি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হক। তাঁকে বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র প্রোগ্রামার’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (২০ অক্টোবর) রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সাজিদের পরিবার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম এ নিয়োগ প্রদান করেন।
উল্লেখ্য, শহিদ সাজিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্র আন্দোলনের ৪ আগষ্ট গুলিবিদ্ধ হয় শহীদ সাজিদ।
খোঁজ নিয়ে জানা যায়, সাজিদ পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী ছিল। সেইজন্যই সাজিদের বোনকে চাকুরী দেওয়া হয়েছে।