১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান আয়োজন এবং নবীনদের পদচারণয় মুখরিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এইবারের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’। রোববার (২০ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন আয়েজনের মাধ্যমে ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রথমে পতাকা উত্তোলন থেকে শুরু তারপর র্যালি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার ঘোষণা ফলক পুনঃস্থাপন, নিজ বিভাগে নবীনদের অভ্যত্থনা, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উৎযাপিত হয়েছে।
এদিন সকাল সাড়ে আটটায় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা ওড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
এর পর সকাল ১০ টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর প্রাঙ্গন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হয়। র্যালিটি পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, জর্জ কোর্ট এলাকা হয়ে রায় সাহেব বাজার মোড প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
বেলা ১১ টা ১০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন করা হয়। ১১টা ১৫ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচ তলায় চারুকলা অনুষদের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম ২০২৪’ প্রদর্শনী এবং ‘বৈষম্য বিরোধী আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ১১টা ৪০ মিনিটে নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে স্বাগত জাননো হয়।
দুপুর ১ টা ২৫ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়।
এবং বিকাল ৩ টায় জুলাই-২৪ বিপ্লবের থিমকে ধারণ করে সংগীত বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হবে।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, 'এরকম আয়োজন আগে কখনও করা হয় নি। ছোট খাটো ভুল ত্রুটি থাকতে পারে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন কিন্তু আমাদের চেষ্টার কোন কমতি ছিল না'
এছাড়াও নবীনদের বিভাগের পক্ষ থেকে নবীন বরণ ও তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। নবীন শিক্ষার্থী জানান, তারা সুন্দর পরিবেশ ও দিনে আসতে পরে খুবই আনন্দিত। এই দিনটি তাদের স্মরণীয় হয়ে থাকবে।