জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানের বিরুদ্ধে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভুগী বিশ্ববিদ্যালয় দিবসে শহীদ মিনারে বসে ছিলেন অভিযুক্ত জাহিদ তাকে পরিচয়ের নামে উত্তপ্ত করেন এর এক পর্যায়ে ভুক্তভোগীর ফোন কেড়ে নেওয়া হয়।
আরও জানা যায়, ভুক্তভোগীর প্রফাইলেও অভিযুক্ত শিক্ষার্থী খারাপ ভাষায় ম্যাসেজ দেয়। এবং নিজেকে সমন্বয়ক পরিচয় দেয়। পরবর্তী এক পর্যায়ে ভুক্তভোগী প্রক্টর অফিসে জানাতে বাধ্য হন।
অভিযুক্ত শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, "আমি অন্যায় করেছি আমার ভুল হয়েছে এইরকম আর কোনদিন হবে না। "
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো তাজাম্মুল হক বলেন, 'আমরা অভিযোগপত্র পেয়েছি। এবং এর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'