ইভেন্টটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.সি.আই লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এম মহিউজ্জামান। তিনি বলেন, “সাধারণ একঘেয়েমি জ্ঞানার্জনের মনোনিবেশ না করে ঔষধের পাশাপাশি রোগবিষয়ক ও রোগনির্ণয় বিষয়ক জ্ঞানার্জনও আবশ্যক। আমি আশা করি এই ফেস্টটি ভবিষ্যতে ফার্মাসিস্টদের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।”
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টেকনো ড্রাগস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফিন রাফি আহমেদ এবং ওরিওন ফার্মা লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জারিন করিম।
ফার্মা ফেস্ট ২০২৪-এর একাদশ আসরের শিরোনাম স্পন্সর ছিল টেকনো ফার্মাসিউটিক্যালস। কো-স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং ফার্মা অলিম্পিয়াডের স্পনসর ছিলো রেনেটা লিমিটেড।
ইভেন্টের উদ্বোধনী দিনে শিক্ষার্থীরা ফার্মা অলিম্পিয়াড এবং ফার্মা বিতর্কে অংশ নেয়। ৭ই অক্টোবর, অতিথিরা তাদের অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান অতিথিদের স্বাগত জানিয়ে ফার্মা ফেস্ট ২০২৪-এর শুরু ঘোষণা করেন। বিশেষ অতিথি, এনএসইউ’র উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান বলেন, “আমরা ফার্মাসিস্টদের উদ্ভাবন উদযাপন করি। ফার্মা ফেস্ট শুধু ফেস্ট নয়, মহান জ্ঞানের মিলনমেলা।”
এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী তার অনুপ্রেরণামূলক চিন্তাধারা তুলে ধরেন। তিনি বলেন “ফার্মফেস্ট নর্থ সাউথ ইউনিভার্সিটির সবচেয়ে চমৎকার কার্যক্রমের একটি।”
এরপর, শিক্ষক ও অতিথিরা ইভেন্টের অংশ হিসেবে প্রদর্শিত সকল বৈজ্ঞানিক স্টল এবং পোস্টার পরিদর্শন করেন। ইভেন্টে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর প্রদর্শনীও ছিল।
এই ইভেন্টটি একটি বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে সমাপ্ত হয়, যেখানে সংগীত, নাটক, “দ্য ফার্মা ওয়াক” শিরোনামে ফ্যাশন শো এবং বিখ্যাত মিউজিক্যাল ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর পরিবেশনা ছিল।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2024 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh