জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোন হল না থাকার পরেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রভোস্ট হিসাবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মুহাম্মদ আসাদুজ্জামান সাদী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, সিন্ডিকেট রিপোর্ট সাপেক্ষে দুই বছরের জন্য আসাদুজ্জামান সাদী এই পদে নিযুক্ত থাকবেন এবং আজ থেকে এই আদেশ কার্যকর হবে এবং বিধি মোতাবেধ ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
সামজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা বলছেন, ' আমাদের কোন হল নেই সেই হলের আবার প্রভোস্ট আসলো কীভাবে। যেটা নেই সেটার প্রধান হিসাবে নিয়োগ এটা হাস্যকর ছাড়া আর কিছুই না'
তারা আরও বলছেন, 'প্রশাসন আমাদের সাথে তামাশা করেছে। এই প্রশাসন আসলে চাইনা আমাদের হল হোক। আরও এই প্রভোস্ট আবার ভাতাও পায় কীভাবে।