সাভারে গার্মেন্টস কর্মী শান্তনা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। এসময় উপদেষ্টা পরিষদের নিকট বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নির্মূলের দাবি জানান তারা।
আজ (১৩ নভেম্বর) রাত ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে মশাল হাতে একটি মিছিল শুরু করে এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমবেত হয়।
মিছিলে তারা আমার বোন মরলো কেনো? প্রশাসন জবাব চাই। শ্রমিক হত্যার পরিনাম, বাংলা হবে ভিয়েতনাম। শান্তনা হত্যার বিচার চাই। জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো। আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো। আমাদের ধমনীতে, লাখো শহীদের রক্ত ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এসময় বিক্ষোভকারীরা বলেন, শান্তনাকে তার স্বামী পাশবিকভাবে নির্যাতন করে হত্যা করেছে। আপনারা অবগত আছেন সান্তনাকে তার স্বামী পরকীয়া সন্দেহে (যেখানে পরকীয়া প্রমাণিত হয়নি) দুই হাত বেঁধে গলা কেটে হত্যা করেছে, আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ছাত্র ইউনিয়ন সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মীম বলেন, আমরা নয়া বিপ্লবের পর চেঞ্জের করতে চাই। কিন্তু পারিবারিক সিস্টেমে প্রতিনিয়ত যে নারীরা এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন তার কথা আমরা কেউ বলি না। পরিবারে কি কোন সিস্টেম নেই? আপনি রাষ্ট্রীয় সিস্টেম চেঞ্জ করার আগে পারিবারিক সিস্টেমে পরিবর্তন আনুন। আমাদের দরিদ্র বোন শান্তনা, সে তার ফ্যামিলিকে চালানোর জন্য ফিন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে যাচ্ছিলো। সেখানে পরকীয়ার সন্দেহের জেরে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাহলে আমার মা বোনেরা নিরাপদ কোথায়? যদি সে পাশবিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়। আমরা অনতিবিলম্বে হত্যাকারীর বিচারের দাবী জানাই।
ইবি ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এদেশে নতুন নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলে আসছে। আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমিয়ে আনবেন। কিন্তু আমরা তার বিপরীত দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন গার্মেন্টস শ্রমিককে তাদের অধিকার আদায়ের জন্য এখনও মাঠে নামতে হচ্ছে। আমরা নতুন বাংলাদেশে এরকম আন্দোলন চাইনা। আমাদের দাবি গত সোমবার আমাদের যে বোনকে পাশবিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার রাতে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ার দত্তপাড়া এলাকা থেকে শান্তনা বেগম (৩৬) নামের এক গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারী তার স্বামী নয়ন মিয়া, পেশায় রাজমিস্ত্রী।