× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা; বিচারের দাবীতে মানববন্ধন 

জাহিদ হাসান, জবি প্রতিনিধি।

১৮ নভেম্বর ২০২৪, ১৮:১৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি জুনায়েত শেখের উপর ছাত্রদলের হামলার জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট। এসময় সাংবাদিকদের জোটটি দোষীদের বিচারের জন্য ২৪ ঘন্টা আল্টিমেটাম দেয়। 

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এইখানে বিশ্ববিদ্যালয়ের তিন জোট একত্রিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিট। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও ‘জনকণ্ঠ' এর জবি প্রতিনিধি মামুন শেখ বলেন, 'সাংবাদিকরা নির্দিষ্ট কারও পক্ষের নয়, তারা দেশ ও জনগনের পক্ষে কাজ করে। কালের কন্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জোনায়েদ শেখ এর ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। আমরা ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি, এই সময়ের মধ্যে বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিবে এবং ছাত্রদলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অন্যতায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।'

এসময় বক্তব্যে জবি প্রেস ক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক সুবর্ণ আস-সাইফ বলেন, ২০১৮ সালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের সাংবাদিকরা এই শান্ত চত্বরে দাঁড়িয়েছিল। আজ পাঁচ বছর পর সেই নিষিদ্ধ সংগঠন না থাকলেও আবার আমদের এখানে দাঁড়াতে হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। গতকাল কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জুনায়েদ শেখের উপর হামলার ২৪ ঘণ্টা পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।'

জবি রিপোটার্স ইউনিটির সভাপতি অমৃত রায় বলেন,  অতীতে ছাত্রলীগের মত একটি বৃহৎ সংগঠনকে তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিষিদ্ধ হতে হয়েছে। বর্তমান ছাত্রদলও যদি সেই একই ধরণের কাজ করে, তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে। আমি ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের আহ্বান করবো, অতিদ্রুত আপনারা এই ঘটনায় কার্যকর পদক্ষেপ নিবেন। 

জবি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশের রিপোর্টার ইউছুব ওসমান বলেন, 'ছাত্রদলের সন্ত্রাসী ক্যাডাররা বর্বর হামলা করেছে দৈনিক কালের কন্ঠের জবি প্রতিনিধি মো. জোনায়েদ শেখের উপর। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আন্দোলনে শিক্ষার্থীদের স্বার্থে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত সময়ে সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগও একই কায়দায় সাংবাদিকদের ওপর হামলা করতো। সাংবাদিক সমাজ কোন সন্ত্রাসী, লুটেরাদের বিরুদ্ধে মুখ বন্ধ করে রাখবে না। তাদের লেখনির কলম চলমান থাকবে।'

এর আগে সাংবাদিক মারধরের ঘটনায় জড়িত ছাত্রদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিজ্ঞপ্তি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

গতকাল রবিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে ইংরেজি ও গণিত বিভাগের শিক্ষার্থীদের মারামারি হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা মাঠে। পরে তারা ক্যাম্পাসে প্রবেশ করলে ফের মারামারি বাঁধে। এর ভিডিও করতে গেলে শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী কালেরকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুনায়েদ শেখের ওপর অতর্কিত হামলা করে এবং ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক পরাগ হোসেন, গণিত বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম আলিফ এর নেতৃত্বে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের মাসফিকুল রাইন জুনায়েদ শেখকে মারধর করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.