উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির।
ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস স্কুলের ডিন প্রফেসর আবুল কালাম, রেজিস্ট্রার সাকির হোসেন, সিনিয়র প্রফেসর হাকিকুর রহমান, ইইই ডিপার্টমেন্টের হেড প্রফেসর ড. শিহাবুদ্দিন, হেড অব অ্যাডমিশন জাহিদ হাসান ও বিভিন্ন বিভাগীয় প্রধান, ও শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ারুল কবির বলেন, আগামী বিশ্বের নেতৃত্ব দেয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিং ইত্যাদি বিষয়ে দক্ষ হতে হবে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগামী পাঁচ দিন সিএসই ফেস্ট ২০২৪-এ অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করার জন্য বিস্তৃত কার্যক্রম থাকবে। আকর্ষণীয় ইভেন্টগুলোর মধ্যে রয়েছে একটানা ৭২ ঘণ্টাব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কনটেস্ট, যা শিক্ষার্থীদের বাস্তব-বিশ্বের চ্যালেঞ্জগুলোর জন্য এআই সমাধান বিকাশে উৎসাহ দেবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় তাদের জ্ঞান যাচাই করতে পারবেন, প্রোগ্রামিং প্রতিযোগিতায় তাদের কোডিং দক্ষতা প্রদর্শন করতে পারবেন এবং ঘরোয়া ও ই-গেমস টুর্নামেন্টে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রোবটিক্স, ফটোগ্রাফি বিষয়ক কর্মশালায় এ খাতের বিশেষজ্ঞদের দিয়ে হাতে-কলমে অভিজ্ঞতা হবে এবং আন্তবিশ্ববিদ্যালয় রিসার্চ পোস্টার প্রেজেন্টেশন এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যাধুনিক গবেষণা ও সৃজনশীল প্রকল্পগুলো প্রদর্শন করবেন।