তরবারি দিয়ে কেক কাটা, বেলুন ও পায়রা উড়ানো, আনন্দ শোভাযাত্রা, শিক্ষা এ গবেষণা প্রদর্শনী,সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগের শিক্ষক ও প্রায় ১৫ হাজার শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গেয়ে, কেক কেটে এবং পায়রা উড়িয়ে দিনটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
পরবর্তীতে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তরে সমবেত হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলী নূর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্র উপদেষ্টা, প্রক্টর, ৮টি ফ্যাকাল্টির ডিন এবং ৩৬ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি জুলাই অভ্যূত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
দিবসটি উদযাপন উপলক্ষে ৩৬ টি বিভাগের জন্য ২ দিনব্যাপী শিক্ষা ও গবেষণা প্রদর্শনীর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে প্রতিটি বিভাগ তাদের নিজস্ব সংস্কৃতি ও স্বকীয়তা প্রদর্শন করে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছুটিতে থাকায় ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২৫ নভেম্বর দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।