× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাব

সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

প্রতিষ্ঠার (১৯৭৯ সালে) পর থেকে প্রায় প্রতি বছরের মতো এই বছরেও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশুপালন  অনুষদীয় গ্যালারিতে  ওই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি রোটার‍্যাক্ট ক্লাব। এসময় ১০০ জন মানুষের শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. আফরিনা রওশন দিপ্তী সভাপতিত্বে এবং রোটা. আসিফ মাহমুদের সঞ্চালনা অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.  এ কে  ফজলুল হক ভূঁইয়ার অনুপস্থিতিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.  মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়াও অধ্যাপক  ড. মো: আবুল মঞ্জুর খান সহ রোটার‍্যাক্ট ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে ড. মো: শহীদুল হক বলেন, বিজয়ের মাসে ক্যাম্পাসে ক্লাবের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানাই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন- হলের ফিস্টসহ নানা অপ্রোয়জনীয় খাতে টাকা অপচয় না করে, নিজেদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজে অংশগ্রহণ করার আহবান জানাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.