× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাবি ক্যাম্পাসের ভিডিও

রাজশাহী ব্যুরো

৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৭ পিএম

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে রাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এরপর ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ-তরুণীকে জিজ্ঞাসাবাদ করছেন রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান। এসময় তার সঙ্গে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। ঘটনায় এক পর্যায়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘গাঁজাখোর’- ইয়াবাখোর বলে সম্বোধন করা ও প্রক্টরিয়াল টিমের একজন অফিসারের অশালীন ভাষাতে মন্তব্যও ভেসে বেড়াচ্ছে ফেসবুকে। যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, সকালে প্রক্টরিয়াল টিমের একজন অফিসার তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। পরে তাদের এ বিষয়ে সতর্ক করতে গেলে ওই দুই তরুণ-তরুণী প্রক্টরকেই ঘটনাস্থলে আসার জন্য বলেন। পরবর্তীতে জানতে পেরে রাবি প্রক্টরিয়াল টিম আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আসে।

ভিডিওতে করা রাবি প্রশাসনিক কর্মকর্তাদের মুখের ভাষাকে অগ্রহণযোগ্য বলে নিন্দাও জানিয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞাও আরোপ করে রাবি প্রশাসন।

রাবি প্রক্টর ড. মো. মাহবুবর রহমান ক্যাম্পাস সুন্দর সুশৃঙ্খল করতেই সাময়িক নিষেধাজ্ঞার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান।

তবে, ভিডিওতে করা আপত্তিকর মন্তব্য নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি প্রক্টরিয়াল টিম। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মন্তব্য নেয়া সম্ভব হয় নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.