× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিতর্ক মনের ভেতর লুকায়িত প্রতিভা ও উদ্ভাবনী স্বপ্ন ভবিষ্যত সম্ভাবনার প্রতিফলন ঘটায়; চবি উপাচার্য

মোঃ নিয়াজ মাখদুম, চবি প্রতিনিধি ।

০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর উদ্যোগে 15th THEMATIC DEBATE WORKSHOP CHAMPIONSHIP-2024 শীর্ষক মাসব্যাপি কর্মশালা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ অডিটোরিয়ামে আজ (০৯ জানুয়ারি, ২০২৫) বেলা ১২টায় শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সভাপতি এবং চবি তথ্য-ফটোপ্রাফি শাখার প্রশাসক ড. মোঃ শহীদুল হক ও চবি লোকপ্রশাসন বিভাগের প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান।

চবি উপাচার্য অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট তরুণ প্রজন্মের জন্য যে কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রসংসার দাবীদার। বিতর্ক এমন একটি বিষয় যা মনের ভেতর লুকায়িত প্রতিভা ও উদ্ভাবনী স্বপ্ন ভবিষ্যত সম্ভাবনার প্রতিফলন ঘটায়।’ তিনি আরও বলেন, ‘বিতর্ক একটি আর্ট, যা শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করে। বিতর্ক সত্যের মুখোমুখি হতে শেখায় এবং এর দ্বারা ইতিহাস বিকৃত হয়না। বহিঃবিশ্বের শিক্ষার্থীরা বিতর্কের মাধ্যমে তাদের প্রতিভা জনান দেয় এবং অভিষ্ট লক্ষ্যে পৌছাঁনোর স্বপ্ন পূরণের বাস্তবায়ন ঘটায়।

উপাচার্য বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রতি গুরুত্ব দিচ্ছে। মাননীয় উপাচার্য দেশ-জাতির কল্যাণে কাজে আসে এমন বিষয় নিয়ে বিতর্ক করার জন্য শিক্ষার্থীদের আহবান জানান। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট এর সাধারণ সম্পাদক জনাব আকলিমা খাতুন এর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য জনাব নাবিল সাদ ও জারিন তাসনীম মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী, উক্ত সংগঠনের এলামনাই জনাব তাসফিয়া হাসেম, জোবায়ের আহম্মদ, জনাব আয়েশা রিদুয়ানা ও সহসভাপতি জনাব তাহমিনা আখতারসহ সংগঠনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শহিদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহিদ ফরহাদ হোসেন কে স্মরণ করে অনুষ্ঠান শুরু হয়, এরপর ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের শিক্ষার্থীরা ক্লাবের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেন, তারপরে ১৪ তম থিমেটিক বিতর্ক কর্মশালার উদীয়মান বিতার্কিকরা তাদের একবছরের অভিজ্ঞতা শেয়ার করেন। শিক্ষার্থীদের আরো প্রফুল্ল রাখতে কুইজ প্রতিযোগিতা হয়।  ক্যাম্পাসের অন্যান্য বন্ধু সংগঠন( চবিসাস,হিস্ট্রি ক্লাব,এফবিডিএ,প্রথম আলো) প্রতিনিধিরাও উপস্থিত থেকে সিইউএসডি'র ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।

অভিষেক দত্ত, সাবেক সভাপতি, সিইউএসডি, নতুন শিক্ষার্থীদের ১ম সেশন (ব্রিটিশ পারলামেন্টারি ডিবেট) এর ৪০মিনিট ব্যাপি একটি সেশন হয়। কিভাবে বিপি ডিবেট করতে হয়, কিভাবে বিতর্কের গাথুনি সুন্দর করা যায় তা উপস্থাপন করেন।

সবশেষে, সিইউএসডি'র সহ-সভাপতি তাহমিনা আফরোজ উপস্থিত সকল শিক্ষক এবং অতিথিবৃন্দ, বন্ধু সংগঠনের সদস্য ও ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালার সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভেচ্ছা ব্যক্ত করেন এবং একই সাথে অনুষ্ঠানকে সফল করার জন্য ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অফ ডিবেট এর ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালায় ৪৫০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.