× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিইউএসডি'র উদ্যোগে ১৫ তম থিমেটিক ডিবেট বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

মোঃ নিয়াজ মাখদুম,চবি প্রতিনিধি ।

০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অফ ডিবেট এর উদ্যোগে আয়োজিত হয়েছে ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠান এবং অরিয়েন্টেশন প্রোগ্রাম।

আজ (৯-ই ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একে খান আইন অনুষদ অডিটোরিয়ামে জারিন তাসনীম মোরশেদ ও মোঃ নাবিল সাদ এর যৌথ সঞ্চালনায় সিইউএসডি'র জেনারেল সেক্রেটারি আকলিমা খাতুন এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান রাকিবা নাবি, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক, আইন অনুষদের  ডিন ড. মোঃ জাফর উল্লাহ তালুকদার, লোক প্রশাসন বিভাগের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান। এসময় ক্লাবের সদস্যরা ফুল দিয়ে অতিথিদের বরন করে নেন।

আইন অনুষদের  ডিন অধ্যাপক ড. মোঃ জাফর উল্লাহ তালুকদার বলেন, যুক্তি উপস্থাপন কৌশলের মাধ্যমে বিতর্ককে আরো সুকৌশলী এবং সুন্দর করে থাকে, যুক্তিসঙ্গত কথা বিতর্ক থেকে শেখা যায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে আমরা দায়িত্ব গ্রহণ করি, আমাদের এই প্রশাসনের অন্যতম কাজ হচ্ছে ক্যাম্পাসের কো-কারিকুলার অ্যাকটিভিটিসে ক্লাব গুলোকে সর্বোচ্চ সহযোগিতা করা। এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস জেন-জি দের জন্য অন্যান্য সময়ের থেকে অধিক গুরুত্ব বহন করে- সেটা হতে পারে ডিপ্রেশানমুক্ত একটি শিক্ষাজীবনের জন্য এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার সাথে পুরো বিশ্বের জ্ঞান সম্পর্কে চর্চা করা।
তিনি আরো বলেন, আর্ট এফ প্রেজেন্টেশান শেখার পাশাপাশি সিভি সমৃদ্ধ করতে- বিশেষ করে ১ম বর্ষের শিক্ষীর্থীদের বিতর্ক শিল্পে সংযুক্ত হওয়ার বিকল্প নেই। তিনি সিইউএসডি কে আরো নির্দেশনা দেন যাতে নতুন আগমনরত ২০২৪-২০২৫ সেশান এর শিক্ষার্থীদের এই বিতর্ক কর্মশালার আওতাধীন করা হয় এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রসাশন সর্বাধিক সহায়তা করবে বলে আশ্বাস দেন।

উদ্বোধনী বক্তব্যের পর ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালা ও চ্যাম্পিয়নশিপের শিক্ষার্থীরা ক্লাবের প্রতি তাদের প্রত্যাশা ব্যক্ত করেন, এরপর ১৪ তম থিমেটিক বিতর্ক কর্মশালার উদীয়মান বিতার্কিকরা তাদের একবছরের অভিজ্ঞতা শেয়ার করেন। শিক্ষার্থীদের আরো প্রফুল্ল রাখতে কুইজ প্রতিযোগিতা হয়।  ক্যাম্পাসের অন্যান্য বন্ধু সংগঠন( চবিসাস,হিস্ট্রি ক্লাব,এফবিডিএ,প্রথম আলো) প্রতিনিধিরাও উপস্থিত থেকে সিইউএসডি'র ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।

সবশেষে, অভিষেক দত্ত,সাবেক সভাপতি,সিইউএসডি, নতুন শিক্ষার্থীদের ১ম সেশন (ব্রিটিশ পারলামেন্টারি ডিবেট) এর ৪০মিনিট ব্যাপি একটি সেশন হয়। কিভাবে বিপি ডিবেট করতে হয়, কিভাবে বিতর্কের গাথুনি সুন্দর করা যায় তা উপস্থাপন করেন।

উল্লেখ্য,এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অফ ডিবেট এর ১৫ তম থিমেটিক বিতর্ক কর্মশালায় ৪৫০ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.