× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাকৃবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও র‍্যাগিং বন্ধের দাবিতে মানববন্ধন

সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি প্রতিনিধি।

১৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

শিক্ষার সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং র‍্যাগিং বন্ধের দাবিতে নিপীড়নবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। 

আজ (১৪ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা দুটি দাবি উপস্থাপন করেন। তাদের দাবিগুলো হলো `ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু, গণতান্ত্রিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা' এবং `গণরুম-গেস্টরুম কালচারসহ সকল ধরনের র‍্যাগিং বন্ধ করা।'

বক্তারা জানান, গত পাঁচ বছরে ছাত্রলীগের গেস্টরুম কালচারের কারণে শিক্ষার্থীদের দমবন্ধ অবস্থার মধ্যে দিন কাটাতে হয়েছে। তারা অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তনের পরও এই সংস্কৃতি নতুন করে দেখা দিচ্ছে।
যা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে। যদি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে শিক্ষার্থীরা কোথায় নিরাপত্তা পাবে?'
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.