× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ১৬ জনের শাস্তি

মোখলেসুর রহমান মাহিম, নবি প্রতিনিধি।

২১ জানুয়ারি ২০২৫, ১৮:৫১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ (২১ জানুয়ারি) রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সিট দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় এ শাস্তি দেয়া হয়। সংঘর্ষের সময় সাংবাদিক ফাহাদ বিন সাঈদ ও আহসান হাবিব রিয়াদ হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈমকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জয় মোড়ল, লোবন মোখলেছ, তানভীর আহমেদ তুহিন এবং মোস্তফা ফাহিম সিরাজির স্নাতক ও স্নাতকোত্তর সনদ বাতিল করা হয়েছে।

নানা মেয়াদে বহিষ্কৃতদের মধ্যে আছেন, সামিউল হক হিমেল (এক বছর), মাছুম বিল্লাহ (এক বছর), রেজওয়ানুল কবীর রাব্বি (তিন বছর), আবু রায়হান (তিন বছর), গালিব ফয়সাল নির্ঝর (দুই বছর), সৌমিক জাহান (তিন বছর), নাঈমুল ইসলাম অনিক (এক বছর), পবিত্র মন্ডল (এক বছর) ও আব্দুল্লাহ আল শাহরিয়ার (এক বছর)।

এ ছাড়া হাবিবুল্লাহ ও নয়ন হাসানের সনদ এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.