× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঁশ ফেলে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ; হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

ডেস্ক রিপোর্ট

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালী-গুলশান লিংক রোড দেড় ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছেন। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে অসুস্থ মানুষ নারীরা চরম বিপাকে পড়েছেন। গন্তব্যে পৌঁছানোর জন্য অনেককেই পথ হেঁটে যেতে হচ্ছে। অবরোধের কারণে শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন পথচারীর কথা-কাটাকাটি হয়েছে।

আজ ( ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে প্রায় শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ৬ষ্ঠ দিনের মতো ছয়জন শিক্ষার্থী অনশন করছেন। তাদের সমর্থনে শিক্ষার্থীরা সড়কে বসে স্লোগান দিচ্ছেন। তবে সেখানে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

সকাল ১১টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা দেরিতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। রিকশা, সিএনজি, মোটরসাইকেল বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক মোটরসাইকেল চালককে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক করতে দেখা যায়।

মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পায়ে হেঁটে মহাখালী যাচ্ছিলেন মো. জয়নাল আবেদীন। তিনি জানান, ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম। বের হয়ে দেখি কোনো রিকশা বা গাড়ি নেই। আমার বাড়ি কুড়িগ্রাম। সেজন্য মহাখালী বাস কাউন্টারে যাব। কোনো গাড়ি বা রিকশা না পেয়ে পায়ে হেঁটেই সেখানে যাচ্ছি।

রবিউল ইসলাম নামের আরেক পথচারী বলেন, কোনো কিছু হলেই রাস্তা বন্ধ করে দেওয়ার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। মানুষজনের কষ্ট হচ্ছে অনেক। মানুষকে কষ্ট দিয়ে কী লাভ? দ্রুত এই বিষয়ে একটি সমাধান হওয়া উচিত।

শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। নূর মোহাম্মদ নামের এক শিক্ষার্থী বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সরকার এবং প্রশাসন আমাদের সঙ্গে দ্বিচারিতা করেছে। একদিকে আমাদের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আশ্বাস দিয়ে অন্যদিকে আবার নাকচ করে দিয়েছেন। আমাদের অনেকগুলো শিক্ষার্থী দিন ধরে আমরণ অনশন করছেন। এগুলোর দাম সরকারের কাছে নেই।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন। তারা মিছিল, সড়ক রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান এবং ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করলেও সম্প্রতি তারা কোনো ইতিবাচক সাড়া পায়নি। গত বুধবার (২৯ জানুয়ারি) থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দফা দাবি ঘোষণা করেছেন:

. তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

. শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করে তিতুমীর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে এবং যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে।

. তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.