× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী বৈশাখীকে আটক করেছে পুলিশ

তানজিলা আক্তার মাসুমা 

১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ এএম

ছবিঃ সংগৃহীত

রাজধানীর আজিমপুরে ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে আজ (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উত্তেজনাকর এক পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে সাধারণ শিক্ষার্থীরা চিনে ফেলেন এবং আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশাখী মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন, আজ তিনি অনার্সের সনদপত্র সংগ্রহ করতে কলেজে আসেন। কিন্তু ক্যাম্পাসে প্রবেশের পরপরই শিক্ষার্থীরা চিনতে পেরে  তাকে ঘিরে ফেলেন এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৈশাখীকে হেফাজতে নেয়।

আটকের সময় উপস্থিত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, ‘দুপুরে ছাত্রলীগ নেত্রী বৈশাখী বিভাগ থেকে প্রত্যয়নপত্র নিতে আসে। শিক্ষার্থীরা তাঁকে ক্যাম্পাসে দেখে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ বিগত সময়ে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে বৈশাখী।’

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'কলেজে পরীক্ষা চলছিল। এরমধ্যে ছাত্রলীগ নেত্রী কীভাবে প্রবেশ করল, তা কেউ খেয়াল করেননি। শিক্ষার্থীরা অবরুদ্ধ করার পর তাকে লালবাগ থানায় হস্তান্তর করেছি।' 

লালবাগ থানার ওসি জানান, বৈশাখীর বিরুদ্ধে তাদের থানায় কোনো মামলা নেই, তবে অন্যান্য থানায় কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।

উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা সহ সংগঠনটির বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এই প্রেক্ষাপটে ইডেন কলেজে বৈশাখীর উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অতীতে ক্যাম্পাসে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্য ছিল এবং বৈশাখী ছিলেন সেই সময়কার আলোচিত নেত্রীদের একজন। তাই তাকে দেখে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.