ছবিঃ সংগৃহীত।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ ছয় দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (২৬ এপ্রিল) সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই কর্মসূচি প্রকাশ করা হয়।
পোস্টে
জানানো হয়, রোববার (২৭ এপ্রিল) সারাদেশের
সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পূর্বে প্রদত্ত অন্যান্য নির্দেশনাও বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
শিক্ষার্থীদের
ছয় দফা দাবি নিচে তুলে ধরা হলো:
জুনিয়র ইনস্ট্রাক্টর পদে প্রমোশন কোটা বাতিল ও অবৈধ নিয়োগের
বিরুদ্ধে ব্যবস্থা:
ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ৩০% প্রমোশন কোটা বাতিল।
হাইকোর্ট
কর্তৃক বাতিল হওয়া অবৈধ পদোন্নতির রায় কার্যকর করতে হবে।
বিতর্কিত নিয়োগ সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে এবং ২০২১ সালের রাতের আঁধারে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিল করতে হবে।
ডিপ্লোমা
কোর্সে মানোন্নয়ন ও ভর্তি নীতিমালা
সংস্কার:
যেকোনো
বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে।
উন্নত
বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে।
একাডেমিক
কার্যক্রম ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে পরিচালনার ব্যবস্থা নিতে হবে।
পাস
করা ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা নিশ্চিত:
দশম
গ্রেডে সংরক্ষিত পদ থাকা সত্ত্বেও
যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিচু পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
কারিগরি
খাতে প্রশাসনিক পদের উপযুক্ত জনবল নিয়োগ:
বোর্ড
চেয়ারম্যান, পরিচালক, উপসচিব, অধ্যক্ষসহ সব প্রশাসনিক পদে
কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে।
এসব
পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ নিশ্চিত করতে হবে।
সব
শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী
নিয়োগ দিতে হবে।
স্বতন্ত্র
মন্ত্রণালয় ও সংস্কার কমিশন
গঠন:
একটি
স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’
গঠন করতে হবে।
কারিগরি শিক্ষার উন্নয়নে ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।
উচ্চশিক্ষার
সুযোগ বৃদ্ধির লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা:
পলিটেকনিক
ও মনোটেকনিক পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে উন্নতমানের একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
নড়াইল,
নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন
ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডুয়েটের আওতায় একাডেমিক কার্যক্রম চালু করে আসন্ন সেশন থেকেই শতভাগ ভর্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, কয়েক মাস ধরে চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী এই দাবিগুলোর বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুরুতে স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের মাধ্যমে
আন্দোলন চালালেও গত ১৬ এপ্রিল রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধের মাধ্যমে আন্দোলন তীব্রতর হয়। একই দিন সারাদেশে একযোগে অবরোধ অনুষ্ঠিত হলে বিষয়টি জাতীয়ভাবে আলোচনায় আসে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh