× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

মোখলেসুর রহমান মাহিম, জাককানইবি প্রতিনিধি।

০২ জুলাই ২০২৫, ১৯:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে পরিকল্পিত বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন স্থানে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গাছ আমাদের প্রাণের বন্ধু। গাছ বাতাসকে বিশুদ্ধ করে, ছায়া দেয়, প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। বৃক্ষ নিধন সহ বিভিন্ন কারনে আজ বিশ্ব জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ এখন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি নৈতিক ও পরিবেশগত দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। ’

তিনি আরও বলেন, ‘জুন-জুলাই মাস গাছ লাগানোর উপযুক্ত সময়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ, নির্মল ও বাসযোগ্য রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেই গাছের যত্ন নিতে হবে,বড় করে তুলতে হবে। আমি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাই তারা যেন পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বৃক্ষের যত্ন নেয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজ ক্যাম্পাস হিসেবে রুপান্তরে সহযোগিতা করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.