ফাইল ছবি
আগামী
৩ সেপ্টেম্বর থেকে দেশের গুচ্ছভুক্ত ২৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
শুরু হবে। ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে
প্রথমবারের মতো ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি
পরীক্ষা শুরু হয়।
বিশ্ববিদ্যালয়গুলো
হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মাওলানা ভাসানী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এবার
এ তালিকায় যুক্ত হয়েছে আরো তিন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো হলো কিশোরগঞ্জের
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
সবকিছু
ঠিক থাকলে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি
পরীক্ষা ৩ সেপ্টেম্বর থেকে
পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার
(৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কনফারেন্স রুমে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় প্রাথমিকভাবে
এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভা
সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের ৩, ১০ এবং
১৭ তারিখ গুচ্ছের তিন ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
আগামীকাল
শুক্রবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়
পরিষদের সভায় এই তারিখ জানানো
হবে। সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি না থাকলে পরবর্তীতে
এই তারিখই চূড়ান্ত করা হবে।
এ
প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক বলেন, গুচ্ছের
ভর্তি পরীক্ষা সেপ্টেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কাল আমাদের একটি সভা রয়েছে। সভা শেষ এ বিষয়ে জানানো
যাবে।
এদিকে
২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত
বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি
পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এক্ষেত্রে ভর্তিচ্ছুদের কিছু শর্ত আরোপ করা হতে পারে।
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ.
এম. আবদুল মঈন বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
উপাচার্য
বলেন, সরকারী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু আমরা নয় আরও অনেক
বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে ইচ্ছুক। অবশ্যই আমরা চ্যালেঞ্জগুলো জানিয়েছি। ভর্তি কার্যক্রমের দীর্ঘসময়, শিক্ষার্থী সংকট ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি
আরো বলেন, গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা মাত্র একবার অনুষ্ঠিত হয়েছে। কিছু সমস্যা তো ছিলোই। অবশ্যই
এক বছরে কোন বিষয়ের ফল পাওয়া যায়
না। এ পদ্ধতিতে যে
সমস্যাগুলো ছিল সেগুলা সমাধানে চেষ্টা করবে টেকনিক্যাল কমিটি। কেন্দ্রীয়ভাবে সবকিছুর আয়োজনের কথা বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh