× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টিএসসি-ঢাবি ক্লাবে ভোট গণনায় বিঘ্ন

ডেস্ক রিপোর্ট।

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯ পিএম । আপডেটঃ ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০০ পিএম

ছবি:সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের দুইটি কেন্দ্রে ভোট গণনায় বিঘ্ন তৈরি হয়েছে। প্রার্থীদের বাধায় ভোট গণনা স্থগিত রাখা হয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।

ভোট গণনা বন্ধ থাকা কেন্দ্র দুইটি হলো- টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় লোকবল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ঢুকে পড়েন। তার কেন্দ্রে উপস্থিত হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেন্দ্রটিতে এখনও ভোট গণনা শুরু করা যায়নি বলে কেন্দ্রে থাকা পর্যবেক্ষক সূত্র জানিয়েছে।

অন্যদিকে টিএসসি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক প্রার্থী হাসিবুল ইসলামকে প্রবেশপথে দাঁড়িয়ে হট্টগোল করতে দেখা গেছে। ফলে টিএসসি কেন্দ্রেও ভোট গণনা শুরু করা যায়নি। তারা ‘ভোট চোর, প্রশাসন ভোট চোর’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় আবিদুল ইসলাম খান জানান, সাদিক কায়েম ভোট গণনা দেখছে কেন্দ্রে কেন্দ্রে। অথচ তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এর আগে মঙ্গলবার বিকেলে নির্বাচনের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে কারচুপির অভিযোগ এনেছেন ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

আবিদুল ইসলাম খান বলেন, আমরা যে নির্বাচন আশা করেছিলাম, এই নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা পাশের নামে ক্যাম্পাসে জামায়াত শিবিরের নেতাকর্মীদের ঠাঁই দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে দিনভর নানা অনিয়মের অভিযোগ এনে ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, ভোট গণনায় ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে প্রতিরোধ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.