× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাত্রদলের প্রতি যে আহ্বান ফরহাদের

ডেস্ক রিপোর্ট।

০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১ পিএম

ছবি:সংগৃহীত।

বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় না করানোর জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এস এম ফরহাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘২০২৪-এর আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল। কিন্তু তারা টিকতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের এ ধরনের ঘটনা ঘটলে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’ 

তিনি আরও বলেন, ‘অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। সেটার প্রমাণ আসার পর রোকেয়া হলে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।’

ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচনে যারা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কারো ওপর দায় চাপানো যাবে না।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.