জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা ও সামগ্রিক অব্যবস্থাপনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।
বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্যানেলটির সাধারণ সম্পাদক ( জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।
ওই পোস্টে তিনি জানান, নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা ও সামগ্রিক অব্যবস্থাপনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দুপুর ২টায় জাকসু নির্বাচন কমিশনার কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে কয়েকটি ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্যানেল।