× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটে হেরে যা জানালেন শিবিরের ভিপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট।

১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:২২ পিএম

ছবিঃ সংগৃহীত

নির্বাচনে পরাজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি (সহসভাপতি) প্রার্থী ও শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের নেতা আরিফুল্লাহ আরিফ অতীতের সহিংসতা ও নির্মমতার শিকার শিবির নেতাকর্মীদের স্মরণ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) জাকসুর ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আরিফ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে আমাদের ২৫ জনের পূর্ণাঙ্গ প্যানেল থেকে ২০ জনই বিজয়ী হয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন।

ভবিষ্যতের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি ক্যাম্পাস চাই নিজ নিজ ধর্ম, সংস্কৃতি ও মত প্রকাশ করতে পারবে। প্রতিবছর জাকসু নির্বাচন হবে আশা করছি। নির্বাচনে কিছু অব্যবস্থাপনা ছিল। আশাকরি ভবিষ্যতে সেগুলো হবে না।’

‘যারা নির্বাচিত হয়েছেন, তাদের ভালো কাজের প্রশংসা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন সমালোচনা করবেন’, শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আরিফুল্লাহ আরিফ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.