× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট।

১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

প্রায় ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

ডা. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, যিনি চাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি নিশ্চিত করেন খসড়া তালিকায় থাকা আপত্তির নিষ্পত্তি করার পর মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৩৪ জন।

এর আগে গত ১ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৮৬৬ জন। অর্থাৎ, নতুন করে ১ হাজার ৭৬৮ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।

তিনি জানান, অনেক বিভাগ সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের খসড়া তালিকায় যুক্ত করেনি। তাদেরকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার কারণেই ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোন হলে কতজন ভোটার, সেই তথ্য পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা হবে। এই তালিকা সব হল এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যদি কোনো শিক্ষার্থীর নাম ভুল করে অন্য হলের তালিকায় অন্তর্ভুক্ত হয়, তবে তারা আবেদনের মাধ্যমে আপত্তি জানাতে পারবেন।

উল্লেখ্য, এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর, ২০২৫। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.