সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনে নীলক্ষেত এলাকায় ব্যালট ছাপানো ইস্যুটি শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্বীকার করে আসলেও; ঘটনাস্থলে উপস্থিত থেকে তা স্বচক্ষে দেখেছেন বিভিন্ন প্রার্থী।
নিউজ টোয়েন্টিফোরের সম্প্রচারিত রিপোর্টের পরই তদন্ত কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নড়েচড়ে বসা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর ভিপিপ্রার্থী উমামা ফাতেমা।
তিনি নিউজ টোয়েন্টিফোরকে বলেন, নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টের পরই প্রশাসনের নড়েচড়ে বসা সন্দেহজনক। এর মানে হয় তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, বা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন।
উমামা ফাতেমা আরও বলেন, আমরা নিজের চোখে নীলক্ষেতে ব্যালট পেপার পড়ে থাকতে দেখেছি। অথচ প্রশাসন শুরু থেকেই তা অস্বীকার করে আসছে। এটি খুবই উদ্বেগজনক।
তিনি ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।