শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ও শিক্ষার্থীদের মান যাচাইয়ের অন্যতম মাধ্যম হলো পরীক্ষা। তবে কিছু কিছু সময় সেই পরীক্ষা পদ্ধতিই কিছু শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য করতে হয় ফরম পূরণ, আর সেখানেই থমকে যায় মধ্যবিত্ত ও নিম্ম মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীর জীবন, ইতি টানতে হয় শিক্ষা জীবনের। আর্থিক সংকট, সংসারে দুর্ভোগ, তার মাঝে অতিরিক্ত ফি আদায় শিক্ষার্থীদের বাধ্য করে শিক্ষা জীবন থেকে বেড়িয়ে আসতে, বেছে নেয় কর্ম জীবন। এভাবেই ঝড়ে পড়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ।
একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান স্বপ্ন দেখে লেখাপড়া করে একটি ভালো চাকরি করবে, সংসারের হাল ধরবে, কিন্তু যখন প্রতিবছর পরিক্ষায় অংশ গ্রহণ করার জন্য ফরম পূরণ করতে হয় আর সেখানে গুনতে হয় প্রয়োজনের চাইতে অতিরিক্ত অর্থ সেখানেই ভেঙে যায় সকল স্বপ্ন বেছে নেয় কর্ম জীবন। ভালো জীবন গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষা জীবনে আসলেও করতে হয় দিন মজুরের কাজ। এভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো শিক্ষার্থীর জীবন।
এক চোখে স্বপ্ন আরেক চোখে বাস্তবতার নির্মমতা এই দুয়ের সমন্বয়েই জীবন পার করতে হয় মধ্যবিত্ত পরিবারের, তবুও তারা স্বপ্ন দেখে সামনে এগিয়ে যাওয়ার। একদিকে পরিবারের চিন্তা অন্যদিকে নিজের সফলতার জন্য শিক্ষা অর্জনের বড় চ্যালেঞ্জ আর তার মাঝেই শিক্ষা প্রতিষ্ঠানের এমন নির্মমতার মাঝে হাড়িয়ে যায় হাজারো শিক্ষার্থী, নিজের স্বপ্নগুলোকে মাটিচাপা দিয়ে চলে যায় কর্ম জীবনে। আর এভাবেই নিভে যায় মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা হাজারো শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ।
একটি মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য ছাত্র জীবনটা খুব সহজ হয় না, প্রতিনিয়তই যুদ্ধ করতে হয় তার ভবিষ্যতের জন্য।যেখানে ছাত্র জীবনটাই ভবিষ্যৎ জীবনের ভিত্তি, যেখানে ছাত্র জীবনে পড়াশোনা করাই প্রধান লক্ষ্য সেখানে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা নিজের চলার অর্থ যোগাড় করতে হয় নিজেকেই। যেখানে নিজের জীবন চালাতে খেতে হয় হিমসিম, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত অর্থ আদায় ধ্বংস করে দেয় একটি শিক্ষার্থীর জীবন। পরিবারের আর্থিক সংকট, নিজের অর্থের যোগান দূর্লভ, এর মাঝে প্রতিষ্ঠান থেকে অর্থের চাপ বাধ্য করে একটি শিক্ষার্থীর শিক্ষা জীবনের ইতি টানতে।
একটি মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের স্বপ্ন থাকে তার ছেলে-মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের অভাব দূর করবে, সংসারের হাল ধরবে, ছোট ছোট ভাই বোনগুলোর ইচ্ছে পূরণ করবে এমন হাজারো রঙিন স্বপ্ন নিয়ে জীবন পার করেন। কিন্তু বাস্তবতার কাছে হেরে যায় তাদের স্বপ্নগুলো। কিছু শিক্ষকদের অতি অর্থের লোভ ধ্বংস করে দিচ্ছে হাজারো উজ্জ্বল ভবিষ্যৎ।
অর্থের অভাব, সংসারের পিছুটান, শিক্ষকদের টিউশন ফি এসবের মাঝেই একটি শিক্ষার্থীর জীবন থমকে যায়, তার মাঝে এক সাথে ফরম পূরনের অধিক অর্থ একটি শিক্ষার্থীর জন্য পাহাড় সমান বোঝা হয়ে দাঁড়ায়। প্রয়োজনের চেয়েও যখন অর্থ বেশি নেওয়া হয় তখন সেই বেশি অর্থই শিক্ষার্থীদের মাথায় বোঝা হয়ে ওঠে আর সেই বোঝা বয়ে নেওয়ার সক্ষমতা না থাকায় ঝড়ে পড়ে অনেকের শিক্ষা জীবন যুক্ত হয় কর্ম জীবনে। এভাবেই থেমে যায় একটি শিক্ষা জীবনের চাকা।
সরকার নির্ধারিত অথবা বোর্ড নির্ধারিত ফি (অর্থ) আদায় যেন এখন বিলুপ্ত প্রায়। কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধান শিক্ষক তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য অধিক অর্থের লোভে প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যবহার করে শিক্ষার্থীদের মাঝে চাপিয়ে দিচ্ছে ফরম পূরণের সময় অর্থের বোঝা। যেখানে সরকার বা বোর্ড নির্ধারিত ফি খুব সামান্য যা শিক্ষার্থীদের দিতে তেমন সমস্যা হয়না। কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রধান শিক্ষক সেই সামান্য অর্থটাকে বৃদ্ধি করে নিয়ে যায় অনেক দূরে যা শিক্ষার্থীদের পূরণ করতে পড়তে হয় নানান সমস্যায়। কোনো শিক্ষার্থী নিজের লজ্জা ভেঙে নিজের ভবিষ্যৎ ও পরিবারের কথা চিন্তা করে যখন কিছু অর্থ কমানোর জন্য অনুরোধ করতে যায় তখন সেই শিক্ষার্থীকে শুনতে হয় নানান কথা, দৌড়াতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। একটা সময় অতিষ্ঠ হয়ে পড়া লেখা ছেড়ে আগ্রহী হয় কর্মক্ষেত্রে।
এভাবেই ঝড়ে পড়ছে হাজারো শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হচ্ছে সুন্দর ভবিষ্যৎ। এই দায় কার?
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh