× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট।

১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত।

নিজের ভোটাধিকার প্রয়োগ করে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর বলেছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আবীর বলেন, ‘ফলাফল যাই হোক, আমরা শিক্ষার্থীদের রায় মেনে নেব।’

আবীর আরও বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়ম বা অসংগতি দেখিনি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আমরা জয় নিয়ে আশাবাদী।’

অমোচনীয় কালি উঠে যাওয়া নিয়ে যা বললেন রাবি ভিসি

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে বেছে নেবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ আমাদের দলে আছেন জাতীয় দলের ফুটবল খেলোয়াড়, ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীসহ অনেক যোগ্য প্রার্থী। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটের নিরাপত্তা নিশ্চিতে দুই হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ১৭ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী শিক্ষার্থী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.