× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবি শিক্ষার্থী খুন: বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, দুই দিনের শোক

ডেস্ক রিপোর্ট।

২০ অক্টোবর ২০২৫, ১৪:০১ পিএম

ছবি: সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত এবং দুই দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে প্রশাসন।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকরা অংশ নেন।

সভা শেষে জানানো হয়, ২১ ও ২২ অক্টোবর—এই দুই দিন বিশ্ববিদ্যালয়ে শোক পালন করা হবে। এ সময় সব পরীক্ষা স্থগিত থাকবে, তবে নিয়মিত ক্লাস চলবে।

শোকের প্রথম দিনে অনুষ্ঠিত হবে শোকসভা, আর দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শোক র‌্যালির আয়োজন করা হবে। পাশাপাশি ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তান। জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ নেব। প্রয়োজনে পুরান ঢাকা অচল করে দেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘জোবায়েদের মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাজসজ্জা থাকলেও আলোকসজ্জা থাকবে না। আমরা হত্যার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত থামবো না।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোক পর্ব শেষে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.